কিভাবে Facebook Story ডাউনলোড করবেন
হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে Facebook Story Download করে ফোনের গ্যালারীতে সেভ করবেন।
আমরা ফেসবুক ব্যবহার করতে করতে যখন আমাদের বন্ধুদের আপলোড করা স্টোরি গুলো দেখতে থাকি তখন মাঝে মাঝে অনেক স্টোরি ভালো লেগে যায় এবং ডাউনলোড বা গ্যালারিতে সেভ করতে ইচ্ছা হয়। কিন্তু ফেসবুকে এমন কোন অপশন নেই। Photo স্টোরি গুলো হয়তো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারি কিন্তু ভিডিওগুলোত আর স্ক্রিনশট করা যয় না। তাই আমরা আর তা সেভ করে রাখতে পারি না। কিন্তু বন্ধুরা মন খারাপের কোন কারন নেই আজকে এই পোস্টে আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার শেয়ার করবো যেটা দিয়ে আপনারা ফেসবুক চালাতে পারবেন এবং পাশাপাশি ফেসবুকের স্টোরি গ্যালারীতে ডাউনলোড করে রাখতে পারবেন। ভিডিও, অডিও, ফটো যেই স্টোরিই হোকনা কেন আপনি তা ডাউনলোড করতে পারবেন কোন সমস্যা হবে না। তো বন্ধুরা প্রথমে Play Store থেকে সফটওয়্যার টা ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে ওপেন করে আপনার ফেসবুক আইডি লগিন করুন। এরপর আপনি যেই স্টোরি টা ডাউনলোড করতে চান শুধু সেটার ওপরে ক্লিক করুন তারপর আপনারা ডাউনলোড করার অপশন পেয়ে যবেন।
ওপরের ছবিতে দেখুন ডাউনলোড অপশন।